সোশ্যাল মিডিয়ার সর্বত্র ঘুরে বেড়াচ্ছে আজব আজব সব ভিডিওগুলি। যেগুলি দেখতে দেখতেই কেটে যাচ্ছে সময়। ভিডিওর কোনও শেষ নেই। আর প্রতিটি আজব আজব ভাইরাল ভিডিওর খোঁজ প্রতি মুহূর্তে আপনাদের চোখের সামনে নিয়ে আসছি আমরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার একেকটি ভাইরাল ভিডিও বিনোদনের পূর্ণ রসদ। এখানে মানুষের আজব আজব ভিডিও থেকে পশু-পাখিদের রোমহর্ষক ভিডিও কিছুই বাদ যায়না।
আর সবটাই মানুষের বিনোদনের মূল রসদ। মানুষ চেটেপুটে তা উপভোগ করেন। আজকাল বিশেষত মানুষের থেকে পশু-পাখিদের ভিডিওতে মোড়া সোশ্যাল মাধ্যম। কিছু কিছু ভিডিও অনুপ্রেরণা দায়ক। আবার কিছু কিছু ভিডিও মানুষকে একেবারে চমকে দেয়। কখনও হাতির নাচের ভিডিও ভাইরাল হচ্ছে আবার কখনও সাপের বাথরুমে স্নান করার ভিডিও ভাইরাল হচ্ছে, আবার কখনো গাছে চড়ছে আস্তো অজগর আবার ছাগল, আবার কখনও দেখা গিয়েছে বাড়ির পোষ্য কুকুর ছানা মালিককে বাঁচাতে সাপের সঙ্গে রীতিমতো যুদ্ধে নেমেছে।
প্রতিনিয়ত পশু-পাখিদের অনবরত ভাইরাল ভিডিও ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হল, একটি বিষধর সাপের মাথায় কামড় বসানো একটি বিরল মাছের ভিডিও। যা দেখে একেবারে গায়ে শিহরণ জাগতে বাধ্য আপনারও। এই অবিশ্বাস্য ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সমুদ্রের ধারে বড় বড় পাথরের কাছে তীব্র লড়াই চলছে সাপ ও মাছের। সাপটি অবশ্যই মাছের থেকে বড়। তবে এক্ষেত্রে মাছও কম যায়না। বোঝাই যাচ্ছে, মাছটি ক্যাটফিস। আকারে খানিকটা বড়। তাদের লড়াই চলাকালীনই সাপটির মাথা একেবারে কামড় বসায় মাছটি।
মধ্যপ্রদেশের সমুদ্র সৈকত সম্প্রতি দেখা গিয়েছে এমন দৃশ্য। যা দেখে চোখ কপালে উঠেছে সকলের। মাছটি একেবারেই ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে একেবারে সাপটির মাথা কামড় বসিয়ে একদম সমুদ্রে নেমে যেতে চাইছিল। যদিও শেষমেশ সাপটি কোনো রকমে মাছের থেকে ছাড়া পেয়ে সমুদ্রের জলে ডুবে যায়। সাপটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে একটি বিষাক্ত কোবরা বা অন্য প্রজাতির সাপ। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে।