সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে একের পর এক খুশির ভিডিও। পাশাপাশি বাদ যাচ্ছে না নানারকম শিহরণ জাগানোর ভিডিও। সোশ্যাল মিডিয়া আজকাল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে মানব জীবনে। এখানে যেমন প্রতিনিয়ত ভিডিও ভাইরাল হচ্ছে, তেমনি তার সঙ্গে সঙ্গে ভাইরাল হচ্ছে নানা গুরুত্বপূর্ণ খবর। যা এক মুহূর্তে গোটা পৃথিবীকে নাড়িয়ে দিতেও সক্ষম। আজও এমনই একটি ভিডিও নাড়িয়ে দিলো গোটা সোশ্যাল মিডিয়াকে।
পৃথিবীর প্রতিটি নারীর স্বপ্ন মা হওয়া। নিজের মধ্যে আরও একটি প্রাণের সঞ্চার ঘটানো। মা শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে অনন্তকালের ভালোবাসা। কিন্তু এই ভিডিওটি যেন অন্য সংজ্ঞা বয়ে আনল। বর্তমানে বহু মানুষ এমনও আছেন, যারা চেষ্টা করেও দিনের পর দিন মাতৃত্বের স্বাদ পেতে অক্ষম। আবার অনেক মানুষের একের পর এক সন্তান হয়েই চলেছে, হয়তো কোনও অপরিকল্পনীয় ভাবেই। অথচ সেই পরিবারেই নুন আনতে পান্তা ফুরোয়। ভগবানের কী অদ্ভূত সৃষ্টি!
কেউ চেষ্টা করেও সন্তান পাচ্ছে না, আবার কেউ চেষ্টা করেও সন্তান আসা বন্ধ করতে পারছে না। সম্প্রতি একটি এক্সপ্রেস ট্রেনের বগিতে বেসিনের মধ্যে পড়ে থাকতে দেখা গেল একটি সদ্যোজাত পুত্রসন্তান। অথচ ট্রেনে হাজার হাজার যাত্রী, কেউ দেখতেই পেলো না ঠিক কে এরকম একটা ফুটফুটে সন্তান ফেলে রেখে যেতে পারে। মানুষই ভগবান, আবার মানুষই কাপুরুষ। যে বা যার সন্তান, সে একবারও ভাবল না এই বাচ্চাটি কী দোষ করেছিল। কী ছিল তাঁর অপরাধ, তাঁর ভবিষ্যত কী? হয়তো তাঁর মা কুমারী, হয়তো তাঁর বাবা-মায়ের ক্ষমতা নেই বাচ্চা মানুষ করা, আবার কেউ হয়তো সন্তান চুরি করেও ট্রেনে রেখে যেতে পারে। যদি এমন হয় সন্তানটিকে লালন-পালন করার ক্ষমতা ছিল না সেই বাপ- মায়ের, তাহলে কেন তাঁকে পৃথিবীতে আনল, কেনই বা মাঝপথেই ভ্রুণ নষ্ট করে দিলো না। এরকম অমানবিক কাজ কেন করলো তাঁর মা। এরকম হাজার একটা প্রশ্ন হয়তো আপনারও গলায় বিঁধছে তাইতো!
সম্প্রতি নিতাই বিশ্বাস নামের একজন ব্যক্তি বাচ্চাটিকে ট্রেন থেকে কুড়িয়ে নিজের কাছে রেখেছিল, সঙ্গে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছিল এই বাচ্চাটির মাকে খুঁজে দিতে কেউ তাঁকে দয়া করে সাহায্য করুন। কিন্তু সেই ব্যক্তিটিকে এত জ্বালাতন পোহাতে হয় সাইবারবাসীদের কাছ থেকে যে, শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে ক্ষুধাই রেলওয়ে স্টেশনে পুলিশের কাছে বাচ্চাটাকে দিয়ে আসে। কেউ যদি খোঁজ পান বাচ্চাটির পরিবার কে, তাহলে অবশ্যই ক্ষুদাই রেলওয়ে স্টেশনে যোগাযোগ করবেন।