বদলে গেল ইতিহাস! সমস্ত বাঁধা অতিক্রম করে ৭০ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন ‘বৃদ্ধা’

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না প্রকাশ্যে চলে আসে আমাদের। তবে এবার যে ঘটনাটি ঘটল তা একেবারেই তাজ্জব করে দিয়েছে সবাইকে। সাধারণত আমরা জানি, একজন মহিলার প্রেগন্যান্সির বয়স শুধুমাত্র ৫০ বছর পর্যন্ত স্থায়ী। কারণ একটাই, নারীদের সন্তান জন্ম দেওয়ার জৈবিক মাসিক প্রক্রিয়া ৪০ বছরের পরেই অনেকের বন্ধ হয়ে যায়। মেয়েদের শরীরে ডিম্বাণু সৃষ্টি হওয়াই মাসিক কার্যক্রমের মূল লক্ষণ।

Sponsored

বদলে গেল ইতিহাস! সমস্ত বাঁধা অতিক্রম করে ৭০ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন ‘বৃদ্ধা’

যার মাধ্যমে ভ্রুণের সৃষ্টি হয়। তাই মাসিক কার্যক্রম বন্ধ হয়ে গেলে, সন্তানের জন্ম আর হওয়ার নয়। তাই খুব কম মহিলাই ৪০ বছরের পর মা হতে পারেন, কিন্তু এবার অবাক করলেন এক ৭০ বছর বয়সী বৃদ্ধা। অস্বাভাবিক কান্ড ঘটিয়ে ফেললেন তিধি। সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে ৭০ বছরে পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। ২০১৯ সালে এই বৃদ্ধা সন্তান জন্ম দিয়ে বিশ্বের বয়স্ক মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। প্রায় কয়েক দশক ধরে সন্তান নেওয়ার প্রচেষ্টার পর, অবশেষে IVF পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন ওই বৃদ্ধা।

বদলে গেল ইতিহাস! সমস্ত বাঁধা অতিক্রম করে ৭০ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন ‘বৃদ্ধা’

মহিলার নাম রাবারি (৭০), তাঁর স্বামী মালধারী, যার বয়স ৭৫, গর্বিতভাবে সাংবাদিকদের কাছে বলেছেন, আইভিএফ পদ্ধতির মাধ্যমে তাঁরা সন্তানের জন্ম দিয়েছেন।২০১৯ সালে তিনি একজন কন্যা সন্তানের জন্ম দেন IVF পদ্ধতির মাধ্যমে। ভারতের গুজরাটের মোরা নামক একটি ছোট গ্রামের বাসিন্দা রাবারি এবং মালধারী, ৪৫ বছর বিবাহিত জীবনে একটি সন্তানের জন্য কয়েক দশক ধরে সফলভাবে চেষ্টা করেছেন তাঁরা। অবশেষে I.V.F-পদ্ধতির মাধ্যমে একটি সন্তান ধারণ করতে সক্ষম হন তাঁরা। দম্পতির ডাক্তার নরেশ ভানুশালী বলেছেন, “এটি আমার দেখা সবচেয়ে বিরল ঘটনাগুলির মধ্যে একটি। যখন তারা প্রথম আমাদের কাছে আসেন, আমরা তখন তাঁদের বলেছিলাম যে এত বৃদ্ধ বয়সে তাঁদের পক্ষে সন্তানের বাবা-মা হওয়া অসম্ভব। কিন্তু তাঁরা জোর দিয়ে বলেছিলেন যে, তাঁদের পরিবারের অনেক সদস্যও এটি করেছেন। এটি আমার দেখা সবচেয়ে বিরল ঘটনাগুলির মধ্যে একটি।”

বদলে গেল ইতিহাস! সমস্ত বাঁধা অতিক্রম করে ৭০ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন ‘বৃদ্ধা’

৭০ বয়সী একজন মহিলার স্বাভাবিকভাবে গর্ভবতী হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কারণ বেশিরভাগ মহিলার 40-এর দশকের শেষ থেকে 50-এর দশকের শুরুর মধ্যে মাসিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কিন্তু আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন (ΑSRM) দাবি করে যে, যেকোন বয়সের যে কোনো নারী চিকিৎসা সহায়তায় গর্ভবতী হতে পারে। যদি তাঁর “স্বাভাবিক ইউট্রাস” থাকে। ডাক্তাররা তখন একজন কম বয়সী মহিলার দ্বারা দান করা ডিম্বাণু ব্যবহার করে এবং পুরুষের শুক্রাণু ব্যবহার করে শরীরে নিষিক্ত হয়। ফলে ৭০ বছর বয়সের বৃদ্ধাও মা হতে পারে।