অন্যান্য প্রাণীকুলের মধ্যে সাপ অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী। পৃথিবীতে অনেক সাপ আছে যারা কোনও প্রাণীকেই ছাড় দেয়না। আবার পৃথিবীতে এমন কিছু সাপ আছে যারা শান্ত স্বভাবের। বড় অজগর সাপ আস্তো মানুষ গিলে ফেলতে পারে। বর্ষাকালে গ্রামের মানুষদের বাসস্থানে হামেশাই সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। বর্ষার জল থেকে বাঁচতে বিভিন্ন ঘরে আশ্রয় নেয় তখন সাপ। অযথাই মানুষকে ভয় দেখায়। বেশিরভাগ সময়েই রান্না ঘরের কোনায় এবং গোয়াল ঘরে লুকিয়ে থাকতে দেখা যায় বিষধর সাপকে।
আবার কখনও জুতোর তলা দিয়ে সাপকে বেরোতে দেখা গিয়েছে। আবার কখনও ব্যস্ততম রাস্তায় সাপ বেরিয়ে পড়ছে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভয়ঙ্কর সাপের ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এটিও একটি কোবরা সাপের ভিডিও, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেন দের। কখনও কখনও এক প্রজাতির সাপ অন্য প্রজাতির সাপকে শিকার করতেও দেখা গিয়েছে, আবার কুমীরকেও শিকার করছে পাইথন, এমন ভিডিও দেখা গিয়েছে।
সম্প্রতি আবারও ভাইরাল হল আরও একটি সাপ উদ্ধারকারীর ভিডিও। ভিডিওটি উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে। যেখানে সেই দক্ষ সাপ উদ্ধার কারীকে ডাকা হলে সে তাঁর যন্ত্রপাতি নিয়ে সেখানে উপস্থিত হন। যদিও সাপ দেখলে সবাই ভয় পায় কিন্তু সাপ উদ্ধারকারী দলেরা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত হয়। তাঁরা সারাক্ষণ সাপেদের নিয়ে নানা রকম গবেষণা করতে থাকে এবং সাপেদের কিভাবে উদ্ধার করা যায় সেই সম্বন্ধীয় নানা প্রশিক্ষণও নিয়ে রাখেন।
আসলে বর্ষাকালে সাপেরা জঙ্গল থেকে বা জল থেকে স্থলে উঠে আসে কোনও খাবারের খোঁজে। এবার যে ভিডিওটি ভাইরাল হল, তাতে দেখা যাচ্ছে, একটি পুরোনো পরিত্যক্ত বাড়ির উঠোনে জলাময়। বাড়িটি দেখে মনে হচ্ছে, সে নতুন অবস্থায় অনেকদিন ধরে পড়ে রয়েছে। তাতেই সেখানেই অনেকগুলি কোবরা সাপ বাসা বেঁধেছে। ভিডিওতে স্পষ্ট, ছোট ছোট কোবরা সাপের ছানা কখনো বাইরে বেরিয়ে এসেছে এবং কখনো গর্তের উপরে মুখ বের করে রেখেছে। সাপগুলিকে ওই উদ্ধারকারী ব্যক্তিটি হাতে গ্ল্যাপ্স পরা অবস্থায় উদ্ধার করল এবং একটি ড্রামের মধ্যে পুড়ে বাড়ির বাইরে নিয়ে আসলো এবং সে সেগুলিকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দেবে, প্রথম প্রথম বাচ্চা সাপগুলি ছোবল মারতে আসলেও তখনও তাদের বিষ উৎপন্ন হয়নি। সুতরাং ওই ব্যক্তির কিছুই হয়নি। সম্প্রতি এই ভিডিওটি দুর্দান্ত পরিমাণে ভাইরাল হয়েছে