জন্মের পর মজার মুহূর্ত তৈরি করেছে শিশুরা, হাসির রোল নেটপাড়ায়

বর্তমানে সোশ্যাল মিডিয়ার একেকটি ভাইরাল ভিডিও বিনোদনের পূর্ণ রসদ। এখানে মানুষের আজব আজব ভিডিও থেকে পশু-পাখিদের রোমহর্ষক ভিডিও কিছুই বাদ যায়না। আর সবটাই মানুষের বিনোদনের মূল রসদ। মানুষ চেটেপুটে তা উপভোগ করেন। আজকাল গর্ভবতী মায়েদের একাধিক বিচিত্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। কখনও দেখা যায়, গাড়ির মধ্যেই সন্তানের জন্ম দিচ্ছে আবার কখনও দেখা যায়, বাড়িতেই সন্তানের জন্ম দিচ্ছে।

Sponsored

জন্মের পর মজার মুহূর্ত তৈরি করেছে শিশুরা, হাসির রোল নেটপাড়ায়

এছাড়াও মানুষের মানুষের পেটেও আজব আজব সন্তানের জন্ম হচ্ছে। কেউ দেখতে বুড়ি, কেউ মিউট্যান্ট প্রাণী, কেউ বাড়তি অঙ্গ নিয়ে জন্মাচ্ছে ইত্যাদি। কিন্তু আজ যে ভিডিওটির বিষয়ে আলোচনা করব। তা শুনে আপনিও অবাক হতে বাধ্য। আমরা কতগুলি সদ্যোজাত বাচ্চার ছবির বিষয়ে আলোচনায় করব, যা কিনা সত্যি আশ্চর্যের। আমরা জানি বাচ্চা জন্মানোর পরেই সে হাত-পা তেমন নাড়াচাড়া করতে পারেনা। দিন যেতে যেতে খাবার খেয়ে পুষ্টি পায়, এরপর তাঁর শরীরে শক্তি জন্মায় এবং সে নানারকম শারীরিক মুভমেন্ট করতে পারে। এছাড়া সদ্যোজাত সন্তান জন্মের পরেই কাঁদতে শুরু করে।

জন্মের পর মজার মুহূর্ত তৈরি করেছে শিশুরা, হাসির রোল নেটপাড়ায়

কিন্তু এবার যেন সম্পূর্ণ উলট পূরাণ। একটি সদ্যোজাত সন্তান জন্মের পরই তাঁর মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো। কখনও সে হাসছে, কখনও সে অবাক ভাবে রেগে তাকিয়ে রয়েছে, আবার কখনও সে ঘুমানোর সময়ে পায়ের উপর পা তুলে বড় মানুষের মতো ঘুমিয়ে রয়েছে। আবার সে ঘুমানোর সময় হাতে ‘wonderful’ ইঙ্গিত দেখিয়ে মনের আনন্দে ঘুমিয়ে পড়েছে। সম্প্রতি কয়েকটি সদ্যোজাত সন্তানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় একেবারে হৈচৈ ফেলে দিয়েছে।

জন্মের পর মজার মুহূর্ত তৈরি করেছে শিশুরা, হাসির রোল নেটপাড়ায়

সদ্যোজাত সন্তানের এহেন ভঙ্গিমা সত্যি সবাইকে অবাক করেছে। ভগবানের সুন্দর সৃষ্টি সন্তানের জন্ম। ১০ মাস ১০ দিন পেটে ধারণ করে নতুন প্রাণের জন্ম দেন প্রতিটি মা। তাই প্রতিটি মায়ের কাছে তাঁর সন্তান হল পৃথিবীর সমস্ত আশ্চর্যজনক উপহারের মধ্যে একটি। আসলে পিতামাতারা তাঁদের সন্তানের বিকাশের প্রতিটি পর্যায়ে উল্লেখযোগ্য ঘটনাগুলি রেকর্ড করে রাখেন। সেই ছবি সম্প্রতি নেট মিডিয়ায় ভাইরাল হল।