জলে নামতেই হাত পেঁচিয়ে ধরল পাইথন, ভাইরাল রোমহর্ষক ভিডিও

সমগ্র প্রাণীকুলের মধ্যে অন্যতম ভয়ঙ্কর প্রাণী হল সাপ। সাপকে কে না ভয় পায়! বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই সাপ মানেই সেই বিষধর দংশনের ছায়াছবি চোখের সামনে ভেসে ওঠে। সাপের একবার ছোবল খেলেই তৎক্ষণাৎ মৃত্যু। চিকিৎসারও সময় পর্যন্ত নেই। এতটাই মারাত্মক সাপের ছোবল। আজকাল সাপের বিষয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা যাচ্ছে। যেখানে উঠে আসে একাধিক ভিডিও, যা দেখে রীতিমতো চোখের ঘুম উড়ছে নেটিজেনদের।

Sponsored

জলে নামতেই হাত পেঁচিয়ে ধরল পাইথন, ভাইরাল রোমহর্ষক ভিডিও

ভিডিওতে দেখা যায়, কখনও কারুর বাড়ির খাটের তলা থেকে সাপ উদ্ধার হচ্ছে, আবার কখনও বাথরুম থেকে, আবার কখনও ঠাকুরের সিংহাসন থেকে, আবার কখনও জুতো থেকে, আবার কখনও গোখরো সাপ উদ্ধার হচ্ছে পুরোনো ট্রাঙ্কের ভেতর থেকে। কখনো কখনো রাস্তার মাঝেও বিশালাকার সাপের দর্শন পাওয়া যায়। কিন্তু সবথেকে বড় ব্যাপার বাড়িতে যদি সাপ থাকে তাহলে সত্যি আতঙ্কের ব্যাপার। কারণ আজকাল যে পরিমাণে বন জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, তাতে করে জায়গা খুঁজতে লোকালয়ে চলে আসছে এই সাপ গুলি। তবে শুধু ছোটখাটো নয়, বড় বড় পাইথন, অজগরের মত সাপও আজকাল লোকালয়ে ঢুকে পড়ছে।

জলে নামতেই হাত পেঁচিয়ে ধরল পাইথন, ভাইরাল রোমহর্ষক ভিডিও

সম্প্রতি এমনই একটি মারাত্মক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, একটি মানুষকে জড়িয়ে ধরেছে একটি বিশালাকার অজগর। যা দেখে নেটপাড়া বিস্মিত। আসলে পশু-পাখিদের সঙ্গে মজা করা একেবারেই ঠিক নয়। সেটাই আরও একবার প্রমাণ করল। ভিডিওটি শুরু হয় একটি লোকের বিশাল সরীসৃপটির কাছে আসা মাত্র, যখন সাপটি মাটিতে শান্তভাবে বিশ্রাম নিচ্ছিল। লোকটি বিনা ভয়ে সাপটির কাছে এসে বিভিন্নভাবে মজা করতে শুরু করল। তার আকার এবং অঙ্গভঙ্গি নিয়েও উপহাস করতে শুরু করল। প্রথমে, সাপটি লোকটির ক্রিয়াকলাপে একেবারেই আগ্রহী ছিল না, সে নির্দিষ্ট দৃষ্টিতে তাকিয়ে ছিল।

এরপর লোকটি যখন এটিকে সাপটিকে জ্বালাতন করতে শুরু করল, তখন সাপটি হঠাৎ করে সামনে লোকটির দিকে তেড়ে আসে। এরপর লোকটি পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপরই লোকটির সারা শরীর সাপটি পেঁচিয়ে ধরে ফেলে। সৌভাগ্য ক্রমে কোনও গুরুতর আঘাত ছাড়াই লোকটি কোনোরকম পালাতে সক্ষম হয়। ভিডিওটি কারও কারও কাছে বিনোদনমূলক হলেও বন্য প্রাণীদের বিদ্রূপ করলে যে বিপদ অনিবার্য তা বেশ বোঝা গেল। এখানেই প্রমাণ কোনও
বন্যপ্রাণীকে নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষণ করা উচিত নয়। আর বন্যপ্রাণীদের সঙ্গে মজা করার ফল কি হতে পারে তা এই ভিডিওটি প্রমাণ করছে।