রাত হলেই চিৎকার করে কাঁদে পাড়ার কুকুর! জানেন কিসের ইঙ্গিত দেয়?

মধ্যরাতে অনেক রকম উদ্ভট ডাক শুনেছেন, কেউ এগুলোকে অলৌলিক আখ্যা দিয়েছেন আবার কেউ কোনও জিনিসপত্র পড়ার আওয়াজ বলে অভিহিত করেছেন। সে যে হোক, গভীর রাতে রাস্তার কুকুরদের কান্না নিশ্চয়ই সবাই শুনেছেন? অনেকের মতে মাঝ রাতে কুকুরের কান্নার শব্দ শোনা খারাপ লক্ষণ। কেউ কেউ ভাবেন, কুকুররা রাতে অশুভ কিছু দেখে কাঁদে। আবার অনেকের ধারণা, কুকুর কাঁদলে কয়েক দিনের মধ্যে কেউ মারা যান। কিন্তু মাঝরাতে কুকুরের কান্নার প্রকৃত কারণ কী, জানা আছে আপনাদের?

Sponsored

রাত হলেই চিৎকার করে কাঁদে পাড়ার কুকুর! জানেন কিসের ইঙ্গিত দেয়?

অনেকের মতে, কুকুর যে কোনও অপ্রীতিকর ঘটনা আগে থেকেই বুঝতে পারে। এ কারণে তারা রাতে কান্নাকাটি করে। গ্রামগঞ্জে বিশেষত এরকম ঘটনা দেখা যায়। রাতে কুকুরের কান্না নেতিবাচক লক্ষণ হিসাবে নেওয়া হয়। তবে অনেক গবেষণার রিপোর্টে দাবি করে, কুকুর যখন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয় বা তার নিজের এলাকা থেকে সরে গিয়ে অন্য কোথাও অজান্তে চলে গেলে হতাশা হয়ে রাতে জোরে জোরে কাঁদতে শুরু করে।

রাত হলেই চিৎকার করে কাঁদে পাড়ার কুকুর! জানেন কিসের ইঙ্গিত দেয়?

এ ক্ষেত্রে মানুষ ও প্রাণীর আচরণ একই। কান্না করে বা চিৎকার করে তখন কুকুররা তার সঙ্গীদের কাছে অবস্থানের সঙ্কেত পাঠায়। আর অন্য কুকুরকে নিজেদের এলাকায় দেখলে ওই স্থানে বসবাস কারী কুকুরের দলও চিৎকার শুরু করে। এতে তারা তাদের সঙ্গী কুকুরদের বিষয়টি সম্পর্কে সতর্কিত করে।

রাত হলেই চিৎকার করে কাঁদে পাড়ার কুকুর! জানেন কিসের ইঙ্গিত দেয়?

আবার কোনো সময়ে অসুস্থতা বা আঘাতের কারণেও কুকুররা রাতে কান্না কাটি করতে শুরু করে। আবার অনেক গবেষক বলছে, রাতে কুকুরের কান্নার অন্যতম কারণ তাদের বয়স। কুকুর যখন বয়স্ক হয়ে যায়, তখন তারা একাকী বোধ করতে শুরু করে। তাই চিৎকারের মাধ্যমে কষ্ট প্রকাশ করে। আবার কিছু কুকুর তাদের মৃত সঙ্গীদের স্মরণ করেও কাঁদতে থাকে।